সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

ডামুড্যায় জেলা প্রশাসকের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীদজনদের মতবিনিময়

ডামুড্যায় জেলা প্রশাসকের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীদজনদের মতবিনিময়

শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ হাসান মহোদয়ের সাথে ডামুড্যা উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টায় ডামুড্যা পরিষদের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান ।

এ সময় উপজেলা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সুধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান । এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ,ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার ভূমি সবিতা সরকার, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ,ডামুড্যা পল্লি বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী জাহিদা খানম,জনস্বাস্থ্য প্রকৌশলী জাহিদ হাসান, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী,ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শেখ শরীফুল আলম, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ছায়েদুল হক মোল্যা,ডামুড্যা থানা ইঞ্জিনিয়ার নাবিল,ডামুড্যা উপজেলার সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, প্রানি সম্পদ কর্মকর্তা সব্যাচাজী মজুমদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, ডামুড্যা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম ,ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আলম, মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, মাসুদ পারভেজ লিটন হাওলাদার,আবুল হোসেন মোল্যা,মিন্টু সিকদার প্রমুখ। এছাড়াও উপজেলা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলায় পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ডামুড্যা থানা,ডামুড্যা পৌরসভার ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যলয় পরিশর্দন করেন।সরকারি দপ্তরসমূহকে অধিকতর জনবান্ধব, হয়রানি মুক্ত সেবা প্রদান করে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য জেলাপ্রশাসক মহোদয় সকলকে নির্দেশনা প্রদান করেন।


error: Content is protected !!