
শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় জানানো হয় ১৫ থেকে ১৮ জুন ২০২৩ ইং জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে একটি নিল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে ।
ডামুড্যা উপজেলায় ১৯৩টি কেন্দ্রে প্রায় ১৫ হাজার শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরই অংশ হিসেবে ডামুড্যায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সভাপতিত্বে। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
সভায় উপস্থিত ছিলেন, আরএমও ডাঃ ফারুক আল ইসলাম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা কহিনুর আক্তার, এমওডিসি ডাঃ মোনেম শাহরিয়ার আবির, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন,সিড্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন, প্রধান হিসাব রক্ষক মোঃ বাবুল আক্তার,এমটিইপিআই মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক নাছির উদ্দিন। এসময় উপজেলার সকল পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মীগন উপস্থিত ছিলেন। সভায় ভিটামিন-এ প্লাস বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান। প্রধান অতিথি বলেন, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে আপনারা ভাল জানেন আপনারা যারা মাঠ কর্মী রয়েছেন আপনারা সবাই সবার অবস্থান থেকে সতর্ক ভাবে কাজ করুন। তাহলেই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |