
পরিবেশের ভারসাম্য রক্ষায় পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে শরীয়তপুরের ডামুড্যায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট ) সকালে কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনে কর্মসূচি পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডামুড্যা উপ-বিভাগীয় প্রকৌশলী দেওয়ান রকিবুল হাসান , ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডামুড্যা উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহাবুব আলম, কনেশ্বর শ্যামা চরণ এডওয়ার্ড ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মাঝি, সহকারী প্রধান শিক্ষক জুলহাস মিয়া, কনেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান,ম্যানেজিং কমিটির সদস্য কবির খান, জাকির হোসেন লিটন মাদবর,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেলসহ প্রমূখ। এসময় প্রায় তিন শতাধিক ফলজ, বনজ, ঔষধ ও শোভাবর্ধক গাছের চারা রোপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ডামুড্যা উপ-বিভাগীয় প্রকৌশলী দেওয়ান রকিবুল হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ করতে এবং কমপক্ষে ৩টি গাছ লাগানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সারা দেশব্যাপী ১০ (দশ) লাখ বৃক্ষ রোপণ করার কর্মসূচীর গ্রহণ করেছে। শরীয়তপুরেও পানি উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |