Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

ডামুড্যয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
ডামুড্যয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্ট প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে উক্ত অবহিতকরণ সভা হয়।

সভায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোহিনূর আক্তার,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, ইপিআই মিজানুর রহমান, এইচ আই নাছির উদ্দীন,ভারপ্রাপ্ত স্টোরকিপার মোঃ নুরুজ্জামান ঝন্টু প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আল ইসলাম জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে পিতা-মাতাসহ সকলকে সচেতন হতে হবে। কোন শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে যেন বাদ না যায়। তিনি আরও বলেন, আগামী ১২ ডিসেম্বর উপজেলায় ১৯৩ কেন্দ্রে ৬ জন প্রতিবন্ধী শিশু এবং ১ থেকে ৫ বছরের প্রায়১৫০০০ জন ও প্রতিবন্ধী শিশুদের একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।