
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে নানান আয়োজনের মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার ১৬ ডিসেম্বর সকালে ডামুড্যা মুুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংগঠনের প্রধান উপদেষ্টা নাহিম রাজ্জাক এমপি ‘র নির্দেশে সংগঠনের পক্ষ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর শহীদদের স্মরণে দোয়া মাহফিল আয়োজন করা হয়, এরপর বিজয় শোভাযাত্রা করে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে স্বাধীনতা স্তম্ভে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এবং সংগঠনের সকল সদস্য উপজেলা প্রশাসনের প্রদত্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আবু বেপারি ও ডামুড্যা মু্ক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ডামুড্যা উপজেলা শাখার সভাপতি নুরুজ্জামান ঝন্টু,সংগঠনের শরীয়তপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আজাদ হান্নান, নজিবুল হক জুয়েল,জেলা সদস্য আসাদুজ্জামান সজীব মাদবর, রাকিব হাসান, উপজেলা সাধারণ সম্পাদক মিলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান নিরব, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, দপ্তর সম্পাদক সজীব চৌকিদার।পৌরসভা শাখার সভাপতি মাহমুদুর রহমান তমাল সহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |