
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর ) বেলা ১১ টায় সময় ডামুড্যা উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি।
সভায় উপজেলায় আইন শৃঙ্খলার সার্বিক বিষয় নিয়ে আরও বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারত হোসেন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু নাঈম নাবিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ফারুক আল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল জাহিদ হাসান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার, ডামুড্যা পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী জাহিদা খানম, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দীন, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ওসমান গনি, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার,সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাদি জিল্লু, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্যা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা।
এসময় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সস্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।