Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত

ডামুড্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত
ডামুড্যায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যােগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে ২১ ফ্রেব্রুয়ারি রাত ১২টা ১মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডামুড্যা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ডামুড্যা পৌরসভা, আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্স, শিক্ষক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, ও রাজনৈতিক সংগঠন।
এদিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ।
উপজেলা ইউআরসি কর্মকর্তা ফয়জুল কবির এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ,উপজেলার সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত,প্রাণিসম্পদ কর্মকর্তা সব্যাচাজী মজুমদার, ওসি তদন্ত আব্দুস সালাম, উপজেলা ইঞ্চিনিয়ার আবু নাইম নাবিল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা ওবায়েদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান,ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকসহ প্রমূখ।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শহীদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্গন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।