
শরীয়তপুরের ডামুড্যায় পলি ক্যাবলস ইন্ডাস্ট্রিস লিমিটেড এর উদ্যোগে ইলেকট্রিশিয়ান ও ইলেক্ট্রনিক ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।
বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে ডামুড্যা বন্দরের আব্দুল লতিফ ডাক্তার এর ভবনের ৪ তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পলি ক্যাবলস ইন্ডাস্ট্রিস লিমিটেড এর উর্ধ্বতন মহ-ব্যবস্থাপনা আবু নাসের ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাব রেজিস্ট্রার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু বকর সিদ্দিক।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির দক্ষিণ অঞ্চলের ঢাকা ও বরিশাল বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ হিরন মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আশরাফুল ইসলাম শান্ত, ডাঃ আব্দুর রাজ্জাক চঞ্চল,ডামুড্যা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সোহেল,সাধারণ সম্পাদক মোঃ নান্নু মৃধা,
ইলেকট্রনিক ব্যবসায়ী হারুন অর রশিদ উজ্জ্বল। অনুষ্ঠান সঞ্চালনা করেন পলি কেবলস্ পরিবেশক মেসার্স রফিক ষ্টোরের প্রোপাইটার মোঃ রফিক। উক্ত সভায় ৮০ জন বিক্রয় প্রতিনিধি অংশ গ্রহণ করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |