Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও পশুপাখির প্রদর্শণী মেলা 

ডামুড্যা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও পশুপাখির প্রদর্শণী মেলা 
ডামুড্যা প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও পশুপাখির প্রদর্শণী মেলা 

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী ২০২৪ উপলক্ষে প্রদর্শণী উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আযোজন করা হয় ।

উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল ডামুড্যা বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ ও ডেনরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় ডামুড্যা উপজেলায় আলোচনা সভা ও প্রদর্শণীর আয়োজন করা হয় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বেগম সেতু  এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, সমবায় কর্মকর্তা রাশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান,কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্ছু মাদবর, পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন হাওলাদার  সহপ্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচী মজুমদার ।

এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শেষে প্রদর্শণীতে অংশ নেয়া গবাদি পশু/পাখি খামারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।