Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

ডামুড্যায় ৩ উপজেলা চেয়ারম্যানসহ ১১ প্রার্থীর মনোনয়ন জমা

ডামুড্যায় ৩ উপজেলা চেয়ারম্যানসহ ১১ প্রার্থীর মনোনয়ন জমা
ডামুড্যায় ৩ উপজেলা চেয়ারম্যানসহ ১১ প্রার্থীর মনোনয়ন জমা

তৃতীয় ধাপে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার ২ মে পর্যন্ত এসব প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। 

জেলা নির্বাচন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা ডামুড্যা মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন পত্র গৃহীত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। 

ডামুডয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে ৩ প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ আলমগীর,বর্তমান ভাইস চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ গোলন্দাজ, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার ।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রার্থীরা হলেন বিএম সাত্তার সাবেক সভাপতি ডামুড্যা উপজেলা আওয়ামী যুবলীগ, কামরুল হাসান মন্টি মাঝি সাবেক সাধারন সম্পাদক ডামুড্যা উপজেলা ছাত্রলীগ, মোহাম্মদ রোকনুজ্জামান খান সহসভাপতি ডামুড্যা উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ । 

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী ,শাহনাজ আক্তার , রেহানা আক্তার, রিয়াজুল জান্নাত ও কামরুন নাহার।

প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১২ মে,প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৩ মে,ভোটগ্রহণ পদ্ধতি ইভিএম, নির্বাচন ২৯ মে, বুধবার,মোট ভোটার ১০৯১৯১ জন।