
‘‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’’ শ্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কর্মসূচী পালন করেছে শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা। গোসাইরহাট উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সকাল ১০টায় পৌর বাসস্টান্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে গোসাইরহাট পৌরসভার পৌর প্রশাসক, কাউন্সিলর, পরিচ্ছন্নতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ, যুবলীগের সাধারন সম্পাদক মো. নুরুজ্জামান মৃধা, ছাত্রলীগের উপজেলা সভাপতি মোস্তফা ফরাজী, সাধারন সম্পাদক আজমল হোসেন নয়ন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি উপল, সাধারন সম্পাদক নিহাদ, ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান দেলোয়ার হোসেন শিকারী, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন সিকদার, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলী আকবর সরদার, ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কামরুন্নেছা, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর বেলায়েত হোসেন স্বপন, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সালাহউদ্দিন উকিল, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কোতোয়াল, ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নিলুফা বেগম, সরকারী শামসুর রহমান কলেজের অধক্ষ্য (ভারঃ) বাবু বিশ্বনাথ দাস, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানিয়ে বাড়ী বা দোকানঘরের আশপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেওয়ান মো. শাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহমেদ বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাজাহান সিকদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোসাইরহাট থানা, মো. সেলিম রেজা, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান।