মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোসাইরহাটে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

গোসাইরহাটে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

শরীয়তপুর জেলার গোসাইরহাটে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিং বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট শনিবার গোসাইরহাট উপজেলা সরকারী শামসুর রহমান কলেজের উদ্যোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু বিশ্বনাথ দাসের সভাপতিত্বে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, ডেঙ্গু প্রতিরোধ, নাশকতা ও গুজব বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা, সরকারী শামসুর রহমান কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্র বিজ্ঞান) মোঃ অতিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল ফরাজী, সাধারন সম্পাদক আজমল হোসেন নয়ন দেওয়ান, সরকারী শামসুর রহমান কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আশ্রাফুল আলম রাজু ও সাধরন সম্পাদক ইয়ামিন সিকদার, প্রমুখ।


error: Content is protected !!