Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে ভূয়া ডাক্তারকে এক লাক্ষ টাকা জরিমানা

গোসাইরহাটে ভূয়া ডাক্তারকে এক লাক্ষ টাকা জরিমানা

গোসাইরহাট উপজেলার দাসেরজঙ্গল বাজার জননী মেডিকেল হলে অভিযান চালিয়ে এক ভূয়া ডাক্তারকে এক লক্ষ টাকা জরিমানা করেছে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জননী মেডিকেল হলের চিকিৎসক পরিচয়দানকারী ভূয়া ডাক্তার কৃষ্ণ কর্মকারকে (৪৫) জরিমানা করা হয়। কৃষ্ণ কর্মকার উপজেলার ইদিলপুর ইউনিয়নের মিত্রসেনপট্টি গ্রামের শ্যাম কর্মকারের ছেলে।
এ সময় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান মিয়া, গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজাসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন জানান, কৃষ্ণ কর্মকার জননী মেডিকেল হলে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রদান করে আসছেন। তবে তার চিকিৎসা সংক্রান্ত কোন সনদপত্র নেই। তারপরেও তিনি অবৈধভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করে ভূয়া ব্যবস্থাপত্র দিয়ে আসছিলেন। অভিযান পরিচালনাকালে রোগীদেরকে পাওয়া যায়, যাদের কৃষ্ণ কর্মকার নিজেই চিকিৎসা প্রদান করছিলেন এবং চিকিৎসাপত্রে বিভিন্ন ধরনের উচ্চ পাওয়ারের ঔষধ সেবনের পরামর্শ প্রদান করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২/২ ধারার আওতায় এক লক্ষ টাকা জরিমানা করা হয় ।