
১লা নভেম্বর শুক্রবার গোসাইরহাট উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে যুব সমাবেশ, র্যালী, আলোচনা সভা ও আত্মকর্ম গ্রহনকারী যুবদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ আবুল খায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশ্রাফুজ্জামান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হোসেন প্রমুখ।