
৭ নভেম্বর বৃহস্পতিবার গোসাইরহাটে ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় যক্ষা ও কুষ্ঠরোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষা ও কুষ্ঠ রোগ নির্মূল করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষক, সুশিল সমাজ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
শরীয়তপুরের যক্ষা ও কুষ্ঠ বিভাগের কর্মকর্তা রাজিব দত্তের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান মিঞা, ডেমিয়েন ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুস ছালাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ শামীম আহম্মেদ, গোসাইরহাট প্রেস ক্লাবের সভাপতি মাস্টার গিয়াস উদ্দিন খান, এস ডি এসের ম্যানেজার মেহেদি হাসান, ইমাম আঃ রশিদ, ২নং দাসের জঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিনূর ইয়াসমিন, সাবেক পরিবার পরিকল্পনা ইউনিয়ন কর্মকর্তা শেখ মনির আহম্মেদ প্রমুখ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |