Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

গোসাইরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন জেলা পরিষদ চেয়ারম্যান
গোসাইরহাটে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন জেলা পরিষদ চেয়ারম্যান

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ ছাবেদুর রহমান খোকা সিকদার।

রোববার (৩০ মে) বিকেলে গোসাইরহাট উপজেলার নলমূড়ি ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ ২৭ পরিবারের মাঝে ২ লক্ষ ২৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে এই নগদ অর্থ সহায়তা তুলে দেন আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার।

গত ২৬ মে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে গোসাইরহাট উপজেলার নলমূড়ি ইউনিয়নের চরমনপুরা এলাকায় ব্যাপক ক্ষতি হয়। এ সময় ৩৭ টি বসত ঘর পরে যায়। তাদের মধ্য ২০ জনকে নগদ ৭ হাজার ও ১৭ জনকে ৫ হাজার করে টাকা প্রদান করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন দুলাল ও নলমুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাফুজুর রহমান মিয়া।