Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাটের ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

গোসাইরহাটের ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল
গোসাইরহাটের ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন তৃতীয় ধাপে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৩ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার সন্ধ্যায় গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আসন্ন তৃতীয় ধাপে গোসাইরহাট উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউনিয়ন গুলো হল: নাগেরপাড়া, গোসারহাট, কোদালপুর, কুচাইপট্টি, আলাওলপুর, নলমুড়ি ও সামন্তসার। মামলা জটিলতায় শুধু ইদিলপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছেনা।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার গোসারহাট ইউনিয়নে চেয়ারম্যান ৮ জন, সাধারণ সদস্য ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন। কুচাইপট্টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন। কোদালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত পদে ১৩ জন। আলাওলপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৭ জন। সামন্তসার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন। নলমুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ২০ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৪৩ জন, সাধারণ সদস্য পদে ২১৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জানা গেছে, গোসাইরহাট উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দিচ্ছেন না।

তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। একই দিনে দেশের ১০টি পৌরসভায়ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর এ ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর। ভোট গ্রহণ হবে ২৮ নভেম্বর।