Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাট উপজেলায় ৩৮ টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

গোসাইরহাট উপজেলায় ৩৮ টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা
গোসাইরহাট উপজেলায় ৩৮ টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসন্ন ইউনিয়ন পরিষদ তৃতীয় ধাপের নির্বাচনে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার ৭ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ টি মনোনয়নের মধ্যে ৩৮ টি বৈধ ঘোষানা করা হয়েছে।
সংরক্ষিত আসনে ৭৩ টি এবং সাধারণ সদস্য পদে ২০২ টি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন স্থানীয় নির্বাচন কমিশন। সাধারণ পদে ২টি মনোনয়ন বাতিল করেছেন।
১৪ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর তৃতীয় ধাপের ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করার শেষ তারিখ। পূর্বের ঘোষণা মতে ৪ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ছিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ২৮ নভেম্বর রোববার ভোট গ্রহণ হবে।