
শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার বহু বছরের পুরনো জামে মসজিদটি পুনঃসংস্কারের পর উদ্বোধন করেছেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহাবুবুল আলম। শুক্রবার ৮ সেপ্টেম্বর জুমার নামাজে অংশগ্রহণের মাধ্যমে এই থানা মসজিদটি উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন ঐ মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আল আমিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার গোসাইরহাট সার্কেল আবু সাঈদ। গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম সিকদারসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গোসাইরহাট পৌরসভার মেয়র আবদুল আউয়াল সরদার, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন সিকদার ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আলি আকবর সরদার এবং স্থানীয় মুসল্লিগন। এসময় জেলা পুলিশ সুপার মোঃ মাহাবুবুল আলম বলেন, মসজিদ আল্লাহর ঘর এবং পবিত্রতম স্থান। সুন্দর পরিবেশে অজু ও নামাজ আদায় করতে পারলে আমাদের মন সুন্দর ও প্রফুল্ল হয়। আমরা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে নিজেদের মহান সৃষ্টিকর্তার নিকট আত্মসমর্পন করি। তিনি আরো বলেন, মসজিদ হলো নামাজ আদায়ের উপযুক্ত ও পবিত্র স্থান। নামাজের মাধ্যমে সমবেত মুসল্লিদের মধ্যে হৃদ্যতা বাড়ে, সমাজে শান্তি ও ভ্রাতিত্বের বন্ধন প্রতিষ্ঠিত হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |