বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ ইং

গোসাইরহাটে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

গোসাইরহাটে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকা দান (এমডিভি) কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান-(এমডিভি ২য় রাউন্ড) কার্যক্রম-২০২৩ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোবারক হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইব্রাহিম হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ বিশেষজ্ঞ ডা. তাসনিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একাউন্টেন্ট মোঃ জামাল হোসেন, মোঃ সালামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাসির উদ্দিন বলেন , জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি, এ রোগে মৃত্যুর হার প্রায় শতভাগ। পৃথিবীতে কোথাও না কোথাও প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতি বছরে প্রায় ৫৯ হাজার মানুষ জলাতঙ্ক রোগে মারা যায়। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে এদেশে বেশি ছড়ায়। তবে বিড়াল, শিয়াল, বেজী ও বানরের কামড় বা আচঁড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে বলে তিনি জানান।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর জন্য সরকারি ভাবে জেলা পর্যায়ে টিকা বা ভ্যাক্সিন ব্যবস্থা করা হয়েছে। কুকুর বা জলাতঙ্ক ছড়ায় এমন কোন প্রাণি কামড় দিলে দ্রুত জেলা বা বিভাগীয় কোন হাসপাতাল থেকে জলাতঙ্ক রোগের ভ্যাক্সিন নিতে হবে। কুকুরকে ভ্যাক্সিন প্রদান করলে এই রোগ গুলো অধিকাংশই কমে যাবে বলে আমি মনে করি।

জানা গেছে, কুকুরকে টিকাদান কার্যক্রমের প্রতিটি টিমের জন্য ৬ জন করে লোক/কর্মী নিয়োজিত থাকবেন। এর মধ্যে ১ জন ডাটা কালেক্টর, ১ জন টিকাদানকারী, ২ জন দক্ষ কুকুর ধরার লোক, ১জন ভ্যান চালক এবং ১ জন স্থানীয় কুকুর ধরার লোক নির্বাচন করা হবে।


error: Content is protected !!