
শরীয়তপুরের গোসাইরহাটে ২য় শ্রেনির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগের মামলায় গনি মৃধা (১৯) নামে এক যুবকের গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৫ মে) সকালে শরীয়তপুর কোর্ট এলাকার মোটরসাইকেল স্টান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গত (২৭ মার্চ) বিকালে গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভুগি পরিবার। আটক গনি মৃধা উপজেলার বড় কাচনা গ্রামের মোহাম্মদ আলী মৃধার ছেলে।
ভূক্ত ভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, বড় কাচনা গ্রামে (২০ মার্চ) উরছ মাহফিলের গানের অনুষ্ঠানে যায় ওই শিশুটি। পরবর্তিতে অনুষ্ঠান থেকে ডেকে বাড়ি পাশের গম ক্ষেতে নিয়ে একই এলাকার গনি মৃধা ওই শিশুটিকে বলাৎকার করে। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি ধামাচাপার দেয়ার চেষ্টা করে ও ভুক্তভুগি পরিবারটিকে মামলা না করার হুমকি ধমকি দেয়। ঘটনাটি জেলা পুলিশ সুপারকে জানানো হলে তিনি গোসাইরহাট থানাকে মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন।
ওই শিশুটির পিতা ওসমান জমাদার বলেন, ৫দিন হাসপাতালে ভর্তি থাকার পরে আমার সন্তান সুস্থ্য হয়েছে। এখন আসামী গেফতার হইছে। এ কাজের জন্য ওর বিচার চাই।
গোসাইরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) সালাম বলেন, আজ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছি। ওকে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |