Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ করলেন এমপি নাহিম রাজ্জাক

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ করলেন এমপি নাহিম রাজ্জাক

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের উদ্দেশ্যে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, হাসপাতালে অনিয়ম করা যাবে না। গোসাইরহাটের মানুষদের সঠিক চিকিৎসা দিতে হবে। মানুষ সঠিক চিকিৎসা পেলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য পূর্ণ হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের সঠিক চিকিৎসা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাই চিকিৎসকদের ডিউটি সঠিকভাবে পালন করতে হবে। একজন রোগি যেন চিকিৎসার অভাবে মারা না যায়।
শুক্রবার গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শণ শেষে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. হাফিজুর রহমানের কক্ষে বসে এসব কথা বলেন এমপি।
হাসপাতালে কি কি প্রয়োজন আছে সেগুলো শোনেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এবং প্রয়োজনীয় জিনিস দেয়ার আশ্বাস দেন এমপি।
এ সময় গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন, শরীয়তপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবাহানসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।