
“শেখ হাসিনার বাংলাদেশ, ডেঙ্গুমুক্ত করবো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশে সচেতনতার অংশ হিসেবে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জাজিরা উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জাজিরা উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন তারা।
এ সময় জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহব্বত খান, সাধারণ সম্পাদাক এমদাদ মাদবর, যুবলীগ নেতা মিলন মাদবর, জানে আলম আকন্দ, হাবিব খালাসি, নাসির মৃধা, শামিম মাদবর, মামুন ফকির, স্বেচ্ছাসেবকলীগ নেতা আলমাস আকন্দ, ছাত্রলীগ নেতা হৃদয় মাদবর, তুষার, রানা বেপারী, ইলিয়াস মুন্সীসহ বিভিন্ন ইউনিটের প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাজিরা উপজেলা যুবলীগ নেতা মিলন মাদবর বলেন, জাজিরা উপজেলার যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন মিলে যেখানে এডিস মশা বংশবিস্তার করে, সে জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। এমপি ইকবাল হোসেন অপু ভাইর নির্দেশে আজ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি।
জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মহব্বত খান বলেন, শেখ হাসিনার বাংলাদেশ, ডেঙ্গুমুক্ত করবো দেশ। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ভাইর নির্দেশে জাজিরায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। সকলে সচেতন হলে এডিস মশা নির্মুল করা সম্ভব। তাই আসুন সকলে মিলে ডেঙ্গু রোগ প্রতিরোধে কাজ করি।
জানতে চাইলে এমপি ইকবাল হোসেন অপু বলেন, মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই শরীয়তপুর জেলার উপজেলাগুলোতে আমাদের এই মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গুর প্রাদুর্ভাব যেন বিস্তৃত না হতে পারে সেজন্য সবাইকে সম্পৃক্ত করে এ অভিযানের মাধ্যমে যেসব এলাকা পরিচ্ছন্ন নয় সেসব এলাকা পরিচ্ছন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |