Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় ইয়াবাসহ ডাকাতি মামলার আসামী আটক

জাজিরায় ইয়াবাসহ ডাকাতি মামলার আসামী আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বাদশা ফকির (৩০) নামে এক মাদক ব্যবসয়ী ও ডাকাতি মামলার আসামীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ আগষ্ট) দিনগত রাত ১২টার সময় উপজেলার নাওডোবা এলাকা থেকে তাকে আটক করা হয়। বাদশা ফকির নাওডোবা এলাকার আয়নাল ফকিরের ছেলে। তার বিরুদ্ধে জাজিরা থানায় একাধিক মাদক ও ডাকাতি মামলা রয়েছে।
জাজিরা থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন শেখ বলেন, নাওডোবা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযান চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ও ডাকাতি মামলার আসামী বাদশা ফকিরকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।