
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুকি হ্রাস করি” এই শ্লোগানে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারী সংস্থার প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।