Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

জাজিরায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

“আমরা দূর্ণীতি প্রতিরোধে একতাবদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাজিরা উপজেলায় ৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও দূর্ণীতি বিরোধী কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি জাজিরা শহীদ মিনার থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভায় এসে মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা দূর্ণীতি বিরোধী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রমূখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত সকলকে দূর্ণীতির বিরুদ্ধে অবস্থান নিতে শপথ বাক্য পাঠ করেন।