
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ২০১২ ব্যাচের শিক্ষার্থীরা।
ব্যাচের সদস্যরা জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে লকডাউনে কর্মহীন মানুষের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নিয়েছে তারা। তাদের দেশী ও প্রবাসী বন্ধুদের সহায়তায় প্রায় ৮০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রতিটি পরিবারকে ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিঁয়াজ, আধা লিটার তেল ও ১ টি করে সাবান দেয়া হয়েছে।
২০১২ ব্যাচের প্রাক্তন ছাত্ররা বলেন, “আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। আমরা ক্ষুদ্র এই সহায়তাকে সাহায্য না বলে উপহার হিসেবে সকলের কাছে পৌঁছে দিয়েছি”। পূর্ব নাওডোবা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী পৌছে দেয়া হয়েছে।
ভবিষ্যতে যে কোনো দুর্যোগকালীন সময়ে আমরা মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করবো।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |