Sunday 11th May 2025
Sunday 11th May 2025

সবার জন্য স্বাস্থ্য সেবায় জাজিরায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

সবার জন্য স্বাস্থ্য সেবায় জাজিরায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন
সবার জন্য স্বাস্থ্য সেবায় জাজিরায় কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন

সোমবার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বি,কে,নগর, বড় গোপালপুর ও পশ্চিম নাওডোবা ইউনিয়নের তিনটি কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লিনিকের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান।

দেশে করোনা পরিস্থিতির কারনে বড়সর করে অনুষ্ঠান করতে না পারায় অনানুষ্ঠানিক ভাবেই উদ্বোধন করে কার্যক্রম শুরু করার অনুমতি দেয়া হয়।

ডাক্তার মাহমুদুল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার, সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতের অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই কমিউনিটি ক্লিনিক তৈরি করা হয়। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এছাড়াও ক্লিনিক স্থাপনে সহযোগিতা করায় শরীয়তপুর-১ আসেনর সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সিভিল সার্জন ডাঃ আবদুল্লাহ আল মুরাদ, জাজিরা উপজেলা চেয়ারম্যান মুবারক আলী শিকদার ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামকেও তিনি ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতে রোগীদের কথা চিন্তা করে কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই ক্লিনিকের কার্যক্রম শুরু করা হয়েছে।