Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় গাঁজাসহ লাভলু আটক

জাজিরায় গাঁজাসহ লাভলু আটক
জাজিরায় গাঁজাসহ লাভলু আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলার গাঁজাসহ লাভলু নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০ টার সময় জাজিরা উপজেলার পৈলান মোল্লার কান্দি গ্রামস্থ আসামী লাভলু চোকদার এর বসত বাড়ী হইতে তাকে আটক করা হয়।

লাভলু চোকদার (৩২) ওই এলাকার মৃত ইসমাইল চোকদারের ছেলে। এ সময় মাদক ব্যবসায়ী লাভলু চোকদারের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার বলেন, আসামী লাভলু চোকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। ঘোপন সংবাদের ভিত্তিতে লাভলুর বাড়ি তাকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে মাদক আইনে জাজিরা থানার মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।