
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় এক নারীকে জোরর্পূবক ধর্ষণ করে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইন্টারনেট) ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবী করার অভিযোগে আজিজুল মোল্লা (২৮) নামে একজন যুবককে গ্রেফতার করেছে র্যাব। (০২ সেপ্টেম্বর) বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধরম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) র্যাবের পক্ষ থেকে একটি প্রেজ রিলিজ দেয়া হয়।
গ্রেফতার হওয়া আজিজুল মোল্লা জাজিরা উপজেলার দক্ষিন দড়িকান্দি গ্রামের মৃত শমসের মোল্যার ছেলে।
র্যাব-৮ (সিপিসি-৩) মাদারীপুর ক্যাম্পের আভিযানিক দলের কোম্পানী স্কোয়াড কমান্ডার সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম জানান, ওই নারীর সঙ্গে আজিজুলের মোবাইল ফোনে প্রথম বন্ধুত্ব, পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে আজিজুল কৌশলে জোর পূর্বক ওই নারীর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। পরে অশ্লীল ছবি ও ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইন্টারনেট) ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ৫ লাখ টাকা দাবি করে আজিজুল। ইজ্জত সম্মানের ভয়ে ওই নারী ৩ লক্ষ টাকা এবং এক ভরি স্বর্ণের গহনা দেয় আজিজুলকে। তারপরেও নারীকে তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য ও বাকি টাকার দাবিতে বারবার চাপ প্রয়োগ করতে থাকে। তাই আজিজুলের কাছ থেকে বাঁচতে ওই নারী র্যাব-৮ (সিপিসি-৩) মাদারীপুর ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ধরম বাজার এলাকা থেকে অভিযুক্ত আজিজুলকে গ্রেফতার করে একদল র্যাব। পরে ওই নারী বাদী হয়ে জাজিরা থানায় একটি মামলা দায়ের করনে।