Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

পদ্মাসেতুর নিচে বাঁধের কারনে ভাঙ্গন, প্রতিরোধে জাজিরায় মানববন্ধন

পদ্মাসেতুর নিচে বাঁধের কারনে ভাঙ্গন, প্রতিরোধে জাজিরায় মানববন্ধন

শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতুর নিচের বাঁধের কারনে আহম্মদ মাঝির কান্দি, মোল্লা কান্দি, ওসিমউদ্দিন মাদবর কান্দিতে পদ্মা নদীর ভাঙ্গন শুরু হয়েছে। আর ভাঙ্গনের কারনে দিনরাত আতংকে কাটছে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের। তাই দ্রুত ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৪ টায় জাজিরা উপজেলার পদ্মাসেতুর পাশে আহম্মদ মাঝির কান্দিতে ১ ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোবারক ফকির, আমির হোসেন, আলোসি বেগম, আলী মাল, খলিল মিয়া, কালাই বেপারী, আমিন শেখ, রওশনারা বেগমসহ কয়েক শতাধিক ভাঙ্গন কবলীত এলাকাবাসী।