
শরীয়তপুর জাজিরায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ও জাজিরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুজিব বর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সোমবার (০৪ জানুয়ারি) উপজেলা হল রুমে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, উপজেলা আওয়ামীগের সভাপতি জিএম মাষ্টার নুরুল হক, সাধারন সম্পাদক আবু তালেব চৌকিদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জামাল হোসেন,শরীয়তপুর নিরাপদ খাদ্য অফিসার সাগর মল্লিক, উপজেলা ফুট ইন্সপেক্টর রহিমা আক্তার সহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, রেস্টুরেন্টের মালিক ও ব্যবসায়ি নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত সকল উন্মুক্ত আলাপ আলোচনার মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে যুক্তিযুক্ত কথা তুলে ধরেন। উপস্থিত সকলে উন্মুক্ত আলাপ আলোচনার মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে যুক্তিযুক্ত কথা তুলে ধরেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |