Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় ৪ জুয়াড়ি পুলিশের হাতে আটক

জাজিরায় ৪ জুয়াড়ি পুলিশের হাতে আটক
জাজিরায় ৪ জুয়াড়ি পুলিশের হাতে আটক

শরীয়তপুর জাজিরায় জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়িকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। জানাযায়, ৩০ জুন বুধবার দুপুর ২ টার সময় জাজিরা থানার এসআই রোকন, এএসআই জালাল, এএসআই জুলফিকার ও এএসআই আরিজ শিকদার গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা পৌরসভার রসের মোড় এলাকার একটি গোপন যায়গা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হচ্ছে দক্ষিণ বাইকশার এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে ফয়জল ফকির (৬০), নড়িয়া রাজনগর এলাকার আনোয়ার তালুকদারের ছেলে রাব্বি তালুকদার (৩০), পূর্ব আড়াচন্ডি এলাকার শামসু মাদবরের ছেলে মোঃ কবির মাদবর (২৮) ও একই এলাকার সোনা মিয়া মাদবরের ছেলে শওকত হোসেন মাদবর (২৪)।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে জানান, জাজিরা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা পৌরসভার রসের মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে জুয়াখেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।