Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

জাজিরায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার
জাজিরায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার

শরীয়তপুর জাজিরা থানাধীন গোপালপুর ইউনিয়নের, ফজু মাদবর কান্দি এলাকায় দাঙ্গা-হাঙ্গামা করাকালে নাজমুল হোসেন মাদবর (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।

জাজিরা থানা সূত্রে জানাযায়, আজ শুক্রবার (২ জুলাই) দুপুরে এসআই মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান করে, সন্ত্রাসী নাজমুল হোসেন মাদবর(২৪)কে, ২৮ ইঞ্চি লম্বা স্টিলের তৈরি একটি লাঠি, একটি লোহার তৈরি ছেন, ২৯ ইঞ্চি লম্বা লোহার তৈরি ছোরা, একটি লোহার তৈরি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, ২টি লোহার তৈরি হাতুড়ি, অর্ধচন্দ্রাকৃতি একটি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নাজমুল হোসেন, এলাকার মোঃ সিরাজ মাদবরের ছেলে।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, গোপালপুর এলাকা থেকে বেশকিছু দেশীয় তৈরী অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আজ ২জুলাই জাজিরা থানায়
১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯(এফ) ধারাসহ ১৪৩/১৪৭/১৪৮ ধারায় পেনাল কোড রুজু করা হয়েছে। যাহার মামলা নাম্বার ২।