Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় র‌্যাবের অভিযানে গুলি দেশি অস্ত্র ও ককটেল উদ্ধার, ১জন আটক

জাজিরায় র‌্যাবের অভিযানে গুলি দেশি অস্ত্র ও ককটেল উদ্ধার, ১জন আটক
জাজিরায় র‌্যাবের অভিযানে গুলি দেশি অস্ত্র ও ককটেল উদ্ধার, ১জন আটক

শরীয়তপুরের জাজিরা উপজেলার নমশুদ্রকান্দি এলাকার সুবহান মাদবরের পরিত্যক্ত রান্না ঘর থেকে জাজিরায় গুলি, দেশি অস্ত্র ও ককটেল উদ্ধার সহ ১জনকে আটক করেছে মাদারীপুরের র‌্যাব বাহিনী।

র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে ৩ জুলাই বিকেল অনুমান সারে ৫টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নমশুদ্রকান্দি অভিযান চালিয়ে সুবহান মাদবরের বসত বাড়ির দক্ষিন প্রান্তে পরিত্যক্ত রান্না ঘরের মাচা হতে দেশীয় তৈরী ১টি পাইপ গান, ১টি কার্তুজ ও ১২টি ককটেলসহ আইয়ুব আলী মাদবর(৫৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র‌্যাব। আটককৃত আইয়ুব আলী মাদবর জাজিরার বিকে নগর নমশুদ্রকান্দি মৃত তাহের আলী মাদবরের পূত্র।

 

আটককৃত আইয়ুব আলী মাদবরকে জিজ্ঞাসাবাদে স্বীকার করেন যে, সে ও তার সহোদর পলাতক আসামী মোঃ কাইয়ুম-শের-এ আলী ওরফে শের আলী(৪০), পূর্ব শত্রুতার আক্রোশে তাদের প্রতিবেশী সুবহান মাদবরের পূত্র মোঃ এরশাদ মাদবরের পরিবাকে মিথ্যা মামলায় ফাসানোর উদ্দেশ্যে তার বসত বাড়ির দক্ষিন প্রান্তের পরিত্যক্ত রান্না ঘরের মাচাং উপর উদ্বারকৃত মালামাল সমূহ রেখেদিয়েছিলেন। ধৃত আসামীকে উদ্ধারকৃত দেশীয় তৈরী একটি পাইপ গান, একটি কার্তুজ ও ১২ টি ককটেলসহ শরীয়তপুর জেলার জাজিরা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার জাজিরা থানায় একটি অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।