Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরায় নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক পারভেজ হাসান

জাজিরায় নদী ভাঙন কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক পারভেজ হাসান

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত ১৪২ পরিবারের মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণের চাল ও চেক বিতরণ করা হয়েছে।

রোববার ০৫ সেপ্টেম্বর দুপুরে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত ১৪২ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ২ হাজার টাকা করে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী সহ অন্যান্যরা।

বিতরণ কার্যক্রম শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজ-খবর নেন এবং সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।