
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত ১৪২ পরিবারের মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ত্রাণের চাল ও চেক বিতরণ করা হয়েছে।
রোববার ০৫ সেপ্টেম্বর দুপুরে জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত ১৪২ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ২ হাজার টাকা করে চেক বিতরণ করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন বেপারী সহ অন্যান্যরা।
বিতরণ কার্যক্রম শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজ-খবর নেন এবং সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |