
শরীয়তপুরের জাজিরা থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে পুলিশের যাবতীয় সেবা, করোনা ভাইরাসের বিস্তার রোধ, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধকল্পে এবং করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ বিষয়ে মসজিদ ভিত্তিক জনসচেতনতামূলক প্রচারনা করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের দিকনির্দেশনায় ও পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান-এর তত্ত্বাবধানে শুক্রবার ১০ সেপ্টেম্বর জাজিরা থানার অধীন বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট এলাকার হাজি শরীয়তউল্লাহ হাফেজিয়া একাডেমি ও এতিমখানা সংলগ্ন হযরত বেলাল জামে মসজিদে জুম্মার নামাজের খুৎবার পূর্বে জাজিরা থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে পুলিশের যাবতীয় সেবা, করোনা ভাইরাসের বিস্তার রোধ, ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব, কিশোর গ্যাং ও মাদক প্রতিরোধকল্পে এবং করোনার টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ বিষয়ে মসজিদ ভিত্তিক এ জনসচেতনতামূলক প্রচারনা করা হয়।
এ সময় মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন জাজিরা থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। এ সময় হাজি শরীয়তউল্লাহ হাফেজিয়া একাডেমি ও এতিমখানার মুহতামিম এবং পরিচালক মাওলানা ফজলুল হক খানসহ বিভিন্ন পেশার মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |