
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে ১২ জনকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ০৬ অক্টোবর সকাল ৫টা ২০ মিনিটের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমান হাবিব এই জরিমানা করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরার ওপর সরকারি বিধিনিষেধ চলমান আছে। এ সময় পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা ও জাল ফেলা নিষিদ্ধ। আমরা শরীয়তপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব-৮ ও জেলা মৎস্য বিভাগের সমন্বয়ে ভোর ৫টা ২০ মিনিটের দিকে অভিযান শুরু করি। এ সময় শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের ছিডারচর এলাকায় মা ইলিশ ধরার সময় মাছ ও কারেন্ট জালসহ ১২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, অভিযানে জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আটক ১২ জনকে সবাই শিশু (১৮ বছরের নিচে) হওয়ায় মানবিক বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত কোনো কারাবাস না দিয়ে শুধু জরিমানা করেছেন। নিষেধাজ্ঞার মধ্যে তারা মা ইলিশ ধরবে না এই মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |