
প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে মাছের অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে জাজিরা উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। শনিবার ৯ অক্টোবর ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চলা এই অভিযানে ৪৭ জন জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ।
এতে অংশ নেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী (ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, জাজিরা থানা পুলিশ ও র্যাব সদস্যরা।
জাজিরা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়া জানান, জাজিরায় বাবুর চর ও তার আশপাশের পদ্মা নদীর বেশকিছু এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। এতে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছসহ ৪৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটক ৪৭ জন এর মধ্যে ৪০ জনকে ১ মাস থেকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭ জনকে বয়স বিবেচনায় অর্থদণ্ড করা হয়েছে।
আটককৃত ইলিশ মাছ এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, গত ৪ অক্টোবর থেকে থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভয়াশ্রমে ইলিশ রক্ষায় সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় বিক্রয়, পরিবহন এবং মজুতও নিষিদ্ধ করা হয়েছে। এ অভিজান অব্যাহত থাকবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |