
মহানবী (সঃ) ও আয়শা (রাঃ) এর নামে অবমাননা ও কটুক্তির প্রতিবাদে জাজিরায় বিক্ষোভ মিছিল ও সমাবেসের আয়োজন। মহানবী হজরত মুহাম্মদ (সঃ) ও আয়শা রাঃ এর চরিত্র নিয়ে কুরুচিপূর্ণ ও অবমানা মূলক কথার প্রতিবাদে জাজিরা উপজেলা ওলামা মাস শায়েখ দের ডাকে রবিবার সকাল ১০ ঘটিকায় জাজিরা কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে এক বিসাল বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর, বক্তব্য রাখেন জাজিরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাসেমী, হাজি শরীয়তুল্লাহ হাফেজিয়া একাডেমির অধ্যক্ষ হাফেজ ফজলুল হক, জাজিরা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলহাজ মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন এর জাজিরার সাধারন সম্পাদক শিকদার মিজানুর রহমান, জাজিরা প্রেস ক্লাব এর সিনিয়র সহসভাপতি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম, জাজিরা উপজেলা ঈমাম সমিতির সভাপতি আব্দুস শুকুর মিয়া সহ বিভিন্ন মাদরাসার প্রধান ও বিভিন্ন মসজিদের ইমাম গন। এসময়ে হাজারো মুজাহিদ জনতা উপস্থিত ছিলেন।
বক্তাগন মহানবীর অবমানা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির সাথে ফাশির দাবি করে সংসদে নিন্দা প্রস্তাব করার দাবি জানান।