Friday 9th May 2025
Friday 9th May 2025

জাজিরায় বর্তমান ও সাবেক জনপ্রতিনিধির সাথে ইকবাল হোসেন অপু এমপি’র মতবিনিময়

জাজিরায় বর্তমান ও সাবেক জনপ্রতিনিধির সাথে ইকবাল হোসেন অপু এমপি’র মতবিনিময়
জাজিরায় বর্তমান ও সাবেক জনপ্রতিনিধির সাথে ইকবাল হোসেন অপু এমপি’র মতবিনিময়

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় শরীয়তপুর ০১ আসনের সাংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়া ৮নভেম্বর বুধবার রাত ৮টায় জেলা পরিষদ ডাকবাংলোতে জাজিরা উপজেলার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও তার সহোযোগী এবং অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন।

এসময়ে কেন্দ্রীয় নেত্রী নুরজাহান আকতার সবুজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদ্রিস ফরাজি, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন আকতার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জি এম নুরুল হক, সহসভাপতি মোঃ মাস্টার ইব্রাহিম মিয়া, অধ্যাপক আব্দুল হক কবিরাজ, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব চৌকিদার, পৌর মেয়র মোঃ ইদ্রিস মাদবর, সহ বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্য, পৌরসভার বর্তমান ও সাবেক কমিশনার বৃন্দ এবং আওয়ামীলীগ ,যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, মৎস্য জীবীলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন । এসময়ে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়া বলেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়ে শরীয়তপুর ০১ আসনে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠাবেন আমাদের সবাইকে একত্রিত হয়ে তার পক্ষে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ই করে জননেত্রী শেখ হাসিনা কে উপহার দিতে চাই। তিনি সবাইকে ঐক্য বদ্ধ হয়ে আওয়ামী লীগের পতাকা তলে থেকে কাজ কারার জোর আহবান জানান।