Friday 9th May 2025
Friday 9th May 2025

জাজিরায় মুক্তিযুদ্ধার নামে সড়কের নামফলক উন্মোচন করলেন ইকবাল হোসেন অপু এমপি

জাজিরায় মুক্তিযুদ্ধার নামে সড়কের নামফলক উন্মোচন করলেন ইকবাল হোসেন অপু এমপি
জাজিরায় মুক্তিযুদ্ধার নামে সড়কের নামফলক উন্মোচন করলেন ইকবাল হোসেন অপু এমপি

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় ১২ নভেম্বর ২০২৩ইং রবিবার বিকাল ৪.৩০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সারাদেশে বীর মুক্তিযোদ্ধারে স্মরনীয় ও তাদের সৃতি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা উপজেলার বিভিন্ন সড়ক ব্রিজ কালভার্টের নামকরণ বীর মুক্তিযোদ্ধাদের নামে করার ধারাবাহিকতায় জাজিরা উপজেলার টিএনটি মোড় থেকে নড়িয়া প্রযন্ত সড়কটি বীর মুক্তিযোদ্ধা সামসুল হক খানের নামে নাম করন করে শরীয়তপুর ০১ আসনের সাংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়া সড়কের ফলক উন্মোচন করেন। পৌর মেয়র মোঃ ইদ্রিস মাদবরের সঞ্চালনায় এসময়ে সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মাস্টার মজিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জি এম নুরুল হক, সহসভাপতি মাস্টার ইব্রাহিম মিয়া, সহসভাপতি সাবেক মেয়র অধ্যাপক আব্দুল হক কবিরাজ, সাধারণ সম্পাদক মোঃ আবু তালেব চৌকিদার, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মুম আলম বাবুল আকন, বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান, আওয়ামী লীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মৎস্য জীবী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ সকল সংগঠনের বিভিন্ন ইউনিটের নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন, সেই সাথে সকল সংগঠনের নেত্রীত্বে উন্নয়নের সরকার ও নৌকার পক্ষে মিছিল নিয়ে অনুষ্ঠানে হাজারো বঙ্গবন্ধু আদর্শের নেতাকর্মীর শ্লোগানে মুখরিত করে তোলেন, প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু মিয়া উপস্থিত সকলকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে একসাথে কাজ করার জোর অনুরোধ যানান, বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য মাস্টার মজিবুর রহমান বলেন পালং জাজিরাতে ৯০ ভাগ আওয়ামী লীগ তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দিবেন তাকেই আমরা বিপুল ভোটে বিজই করবো।