Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

শরীয়তপুরে টিকটকে প্রেম, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসী তরুণীর অনশন

শরীয়তপুরে টিকটকে প্রেম, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসী তরুণীর অনশন
শরীয়তপুরে টিকটকে প্রেম, স্ত্রীর স্বীকৃতি পেতে প্রবাসী তরুণীর অনশন

শরীয়তপুরের জাজিরায় স্ত্রীর স্বীকৃতি পেতে সৌদি প্রবাসী তরুণী অনশন করছেন। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল থেকে উপজেলার নাওডোবা ইউনিয়নের আবেদ আলী মুন্সি কান্দিতে সজীব ফকিরের বাড়িতে অনশন করছেন তিনি।

ভুক্তভোগী তরুণী জানান, তার বাড়ি কক্সবাজারের উখিয়ায়। তিনিও সৌদি প্রবাসী। সৌদি থাকাকালীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মাধ্যমে সজীবের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় দেড় বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা সৌদি আরবে এক বাঙালি হুজুরের মাধ্যমে বিয়ে করেন। দেড় মাস আগে দুজনই দেশে ছুটিতে আসেন। ছুটিতে এসে সজীবও কক্সবাজারে ওই তরুণীর বাড়িতে বেড়াতে যান। তবে সেখান থেকে ফিরে আসার পরই ওই তরুণীকে এড়িয়ে চলা শুরু করেন সজীব।

একপর্যায়ে তরুণীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন সজীব। পরবর্তীসময়ে কোনো উপায় না দেখে স্ত্রীর স্বীকৃতির দাবিতে সজীবের বাড়িতে অবস্থান নেন তিনি। ওই তরুণীর আসার খবর পেয়ে পালিয়েছেন সজীব।

ভুক্তভোগী তরুণী বলেন, ‘সজীব আমাকে সৌদিতে বিয়ে করে তার সঙ্গে রেখেছে। এমনকি ছুটিতে আসার পর কক্সবাজারে আমাদের বাড়িতেও সে আমার সঙ্গে স্বামী হিসেবে ছিল। এখন সে সবকিছু অস্বীকার করছে। তাই আমি তার বাড়িতে চলে এসেছি। সজীব যদি আমাকে গ্রহণ না করে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না।’

স্থানীয় ইউপি মেম্বার জুলফিকার আলী বলেন, ‘মেয়েটি এখানে আসার পর তার কোনো কথা না শুনেই সজীবের মা-বোন তাকে গালিগালাজ করেন। বেশ কয়েকবার মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে শুনেছি। বিষয়টির সুরাহা করতে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সেখানে ওই ওয়ার্ডের নারী ইউপি মেম্বারকে পাঠাতে বলেছি। বিষয়টি দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।