Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

জাজিরার নাওডোবায় ইকবাল হোসেন অপু এমপি’র মতবিনিময় সভা

জাজিরার নাওডোবায় ইকবাল হোসেন অপু এমপি’র মতবিনিময় সভা

শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম নাওডোবা ইউনিয়নে প্রস্তাবিত শেখ হাসিনা তাঁতপল্লী নির্মাণ বিষয়ে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু এমপি। বুধবার (৮ মে) পশ্চিম নাওডোবা মাদবরকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী শিকদার, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।