
শরীয়তপুরের জাজিরা উপজেলায় অবৈধ ইটভাটা জিআরবি ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিকের তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া বৈধ কাগজপত্র পাওয়ার আগ পর্যন্ত ইটভাটার সমস্ত কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ দেন।
ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের মিরাশার গ্রামে জিআরবি ব্রিকস নামে একটি ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা নির্মাণ করে ইট প্রস্তুত করার অপরাধে ভাটার মালিক খালেক দেওয়ানকে ৪০ হাজার টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জরিমানার ৪০ হাজার টাকা পরিশোধ করে ছাড়া পান ভাটার মালিক খালেক দেওয়ান। এ ছাড়া বৈধ লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত ভাটার সকল কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |