
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইকবাল মাদবর (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে জাজিরা উপজেলার কাজিরহাট বাজারের কাঠপট্টি খলিল মাদবরের কাঠের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। ইকবাল মাদবর জাজিরা উপজেলার ফজলুর রহমান মাদবর কান্দি গ্রামের মৃত ফজলুর রহমান মাদবরের ছেলে।
জাজিরা থানা সুত্রে জানা গেছে, জাজিরা থানার এসআই আবু শাহাদাত মোহাম্মদ শাহীন এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জাজিরা পুরান বাজারে মাদক দ্রব্য উদ্ধার ডিউটি চলাকালে গোপন সুত্রে জানতে পারে কাজিরহাট বাজারের কাঠপট্টি খলিল মাদবরের কাঠের দোকানের সামনে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে। এ সংবাদ পেয়ে পুলিশের উক্ত দলটি ঘটনাস্থলে পৌছলে পালানোর চেষ্টকালে মাদক ব্যবসায়ী ইকবাল মাদবরকে ১৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। এসআই আবু শাহাদাত মোহাম্মদ শাহীন বাদী হয়ে ইকবাল মাদবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জাজিরা থানায় মামলা দায়ের করেন।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এসপি স্যার জিরো টলারেন্স দেখাতে বলেছেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আমরা সেই নির্দেশ মতো কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় জাজিরা থানার একটি চৌকস দল ১৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ইকবাল মাদবরকে আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। এ ছাড়াও ইকবালের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে কোর্টে চালান করা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |