Tuesday 1st July 2025
Tuesday 1st July 2025

নড়িয়ায় জমিজমা নিয়ে বিরোধে একই পরিবারের ৩ জন আহত

নড়িয়ায় জমিজমা নিয়ে বিরোধে একই পরিবারের ৩ জন আহত

শরীয়তপুর নড়িয়া উপজেলার নওপাড়া সালাম বেপারি কান্দি জমিজমাকে কেন্দ্র করে বিরোধে একই পরিবারের ৩ জনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে একই এলাকার প্রভাবশালী দেলু দেওয়ান, কাওছার দেওয়ান, সম্রাট দেওয়ান, জিরা বেগম সহ ৪/৫ জন। এ ঘটনায় আহত হয়ে উপজেলা হাসপাতালে ভর্তি আছেন সুজন দেওয়ান, চাহেরা বেগম, মজিতন বেগম। এ ঘটনায় নড়িয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আহত সুজন দেওয়ান বলেন, আমরা নদীভাংগা লোক। অন্যের জমিতে কোন রকম ভাবে ঘর উঠিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছি। শনিবার বিকালে আমাদের প্রতিপক্ষ তাদের লোকজন নিয়ে আমাদের উপর হামলা ও লুটপাট করে। আমরা অসহায় তাই সরকারের কাছে ওদের বিচার চাই।