
নড়িয়ায় দি লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে গালর্স স্কুল সংলগ্ন নড়িয়া পূর্ব মাথায় এ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী।
কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, দি লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান শাহ্ নুরে কামাল, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি দুলাল বেপারী, নড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী বেপারী ।
এ সময় উক্ত হাসপাতালের পরিচালক সাগর দেওয়ান, মনির হোসেন ভূইয়া, জসিম উদ্দিন, সরোয়ার হোসেন সবুজ, কাজল কাজীসহ নড়িয়া বাজার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থাপনায় ছিলেন, লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের একাউন্স ও মার্কেটিং ম্যানেজার এসএম মোস্তফা কামাল ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিটি রোগিকে সঠিক সেবা দেয়ার পরামর্শ দেন তারা।