
শরীয়তপুর নড়িয়া উপজেলা আওয়ামী বাস্তুহারা কমিটির উদ্যোগে শোক দিবস পালিত হয়েছে। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার ১৫-ই আগষ্ট নড়িয়া উপজেলা আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মোঃ নূরুজ্জামান খান-এর সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে সারাদিন বঙ্গবন্ধুর ভাষণ, বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে দেশাত্মবোধক গান এবং বিকেলে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব পাচক ত্রিপল্লী মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহর উদ্দিন ছৈয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সরদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বেপারী, নড়িয়া উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের সহ-সভাপতি আ: হাই আকন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন মীর, ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি মিসেস কান্তা খান, ভোজেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবু হোসেন বেপারী, জাকিয়া বেগম, নিজামউদ্দিন মুন্সী, রফিজউদ্দিন খানসহ অনেকে।
দোয়া ও মিলাদ মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের এবং ঐ নৃশংস কালো রাতে যারা শাহাদাৎ বরণ করেছেন, তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |