সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ ইং

নড়িয়ায় আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা

নড়িয়ায় আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ আগষ্ট) বেলা ১১ টায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিবুর রহমান বাবুল খানের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার শাহ আলম সরদার, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন গাজী, কৃষি সম্পাদক মকবুল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, ২০০৪ সালে ২১ আগষ্ট রাজধানীর ২৩ বঙ্গবন্ধু আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে গ্রেনেড হামলা করে বিএনপি জামাত জোটের জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)। এ হামলায় ২৪ জন নেতাকর্মী নিহত হয়। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও তার শ্রবনশক্তি ক্ষতিগ্রস্থ হয়। আহত হন প্রায় পাঁচশতাধিক নেতাকর্মী।


error: Content is protected !!